যশোরে দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিকের মৃত্য,আহত - ৩
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : যশোরে পৌরসভার ড্রেন নির্মাণ করতে গিয়ে দেয়াল চাপা পড়ে হাবিবুর রহমান (৪৫) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। এদুর্ঘটনায় আব্দুল খালেক ওরফে শওকত (৫৮), আব্দুল মালেক (৫০) ও সবুর হোসেন (৪৮) নামে আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের বিদ্যুৎ অফিসের সামনে। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহতরা জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন আছেন। নিহত হাবিবুর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সৈয়দআলিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। আহত আব্দুল খালেক ওরফে শওকত একই এলাকার নুর আলীর ছেলে, আব্দুল মালেক একই জেলার কালিগঞ্জ উপজেলার বন্দিপুর গ্রামের দাউদ আলীর ছেলে ও সবুর হোসেন একই এলাকার মুড়োগাছা গ্রামের কোরবান আলীর ছেলে। ঘটনাস্থলে থাকা নির্মাণশ্রমিক আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা পৌরসভার ড্রেনের কাজ করছিলাম। মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ অফিসের গায়ে ড্রেন খোড়ার সময় পাশে থাকা প্রাচীর ভেঙে পড়ে। প্রাচীর চাপা পড়ে হাবিবুর রহমান, আব্দুল খালেক ওরফে শওকত, আব্দুল মালেক এবং আমি গুরুতর আহত হই। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পথে হাবিবুরের মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আসার আগেই হাবিবুরের মৃত্যু হয়েছে। বাকি তিনজনের অবস্থা খুবই আশংকাজনক। ২৪ ঘণ্টা পার না হলে কিছু বলা যাবে না।