বেনাপোল স্থল বন্দরে ভূয়া কাগজপত্র বানিয়ে পাচার কালে পন্য ভর্তি ট্রাক আটক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।।যশোরের বেনাপোল স্থলবন্দরে ভূয়া ও জাল কাগজপত্র বানিয়ে অভিনব কায়দায় জালিয়াতির মাধ্যমে পাচারের প্রচেষ্টা নস্যাৎ করে পণ্যভর্তি ট্রাক আটক করা হয়েছে। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ট্রাকসহ প্রায় ৬৪ লক্ষ টাকা। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি, জানা যায়, আটককৃত পণ্যসহ ট্রাক রেখে তারা পালিয়েছে।
কাস্টমস ও বিজিবির যৌথ অংশীদারিত্বমূলক কর্মকান্ড ও কড়াকড়ির ফলে দিশেহারা হয়ে চোরাচালানীরা ট্রাক রেখে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আটককৃত ট্রাকে যৌথ-ইনভেন্টরিতে ভারতে উৎপাদিত – ৩৪,৭২৫ পিস ইনফিউসন সেট ও – ৬,৪০,০০০পিস ডিসপোভ্যান সিরিঞ্জ পাওয়া যায়।পন্যের বর্তমান বাজার অনুযায়ী আনুমানিক মুল্য ৫o লক্ষ টাকা।
আটককৃত কাভার্ডভ্যানে এ পণ্যের বৈধ কোন কাগজপত্র নেই। ভুয়া ও জাল জালিয়াতির কাগজপত্র জব্দ করা হয়েছে। পন্যেচালানটির আমদানীকারকের ও সিএন্ডএফ এজেন্টের নাম কার্যতভাবে তাৎক্ষণিক জানা যায়নি।
আটককৃত পন্যেটির বিষয়ে সবিস্তারে অনুসন্ধান চলছে। অপরাধীদের সনাক্ত ও আইনের আওতায় আনতে বেনাপোল কাস্টমস হাউজ ও বিজিবি যৌথভাবে কাজ করছে। এজন্যে কাস্টমস কর্তৃপক্ষ বিজিবি’র অধিনায়ক সিও আরিফুল হককে ধন্যবাদ জানিয়েছে।
স্থলবন্দর ও কাস্টমস্ হাউজে চোরাচালান ও অপঘোষণার বিরুদ্ধে যুগপৎ অভিযান চলবে….আজ এ মর্মে কমিশনারের স্বাক্ষরে একটি আদেশ জারি হয়েছে বলে জানা যায়