সাভারে তহমিনা মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার
আব্দুস সাত্তার, সাভার: সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা বেগমের মৃত্যুর ঘটনায় ও আত্মহত্যার প্ররোচণার মামলায় স্বামী মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার সকালে সাভার থানা এরিয়া থেকে স্বামী মোবরক হোসেনকে গ্রেপ্তার করা হয়। নিহতের বাবা আবদুস সালাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। গ্রেপ্তার মোবারক হোসেন রাজধানীতে ডোমিনো নামে আবাসন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাক্ষম পাড়া থানায়। স্ত্রী তাহমিনা বেগমসহ সাভার থানার কম্পাউন্টে বসবাস করে আসছিলেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, গত ২৫ নভেম্বর সাভার থানা কম্পাউন্ডের বাসা থেকে এস আই তাহমিনা বেগমের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। পরে তাহমিনা বেগমের বাবার বাদী হয়ে স্বামী মোবারকের বিরুদ্ধে আত্নহত্যা প্ররোচনায় মামলা দায়ের করেন। সেই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহ বা স্বামী পরকীয়রা জের ধরে তাহমিনা বেগম আত্নহত্যা করতে পারে। তবে আরও অন্যান্য বিষয়গুলো মাথায় তদন্ত করা হচ্ছে বলেও জানান পুলিশ।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাত ৯ টার দিকে সাভার মডেল থানার কম্পাউন্টের বাসা থেকে এস আই তাহমিনা বেগমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাহমিনা বেগম সাভার থানায় কর্মরত ছিলেন ও মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। এদিকে এ ঘটনায় পুলিশের ৩ সদস্য কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর তারিখে তদন্ত প্রতিবেদন জমার কথা রয়েছে।