ঝিনাইদহে ৪’শ ১১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদাণ
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ :
ঝিনাইদহে ৪’শ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদাণ করা হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে ২৯.১১.২০১৭ ইং বুধবার বিকেলে জেলা পরিষদ চত্বরে এ বৃত্তি প্রদাণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী আতিয়ার রহমান, জেলা পরিষদের সদস্য মুনতাকিম মনির, কে এম হিলারিং, পাপিয়া সমাদ্দার, শামীম আরা হ্যাপী। অন্যান্যদের মধ্যে শেখ শফিউদ্দিন, আলমগীর হোসেন, আনোয়ারুল আলম সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলার ৬০ টি কিন্ডার গার্টেণ স্কুলের ৪’শ ১১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদাণ করা হয়। এর আগে জেলার ১২’শ ৭৫ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদাণ করা হয়। এছাড়াও জেলার এস এস সি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া ৬৭ জন শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদাণ করা হয়।