ভারতে ৮৮ ছাত্রীকে পোশাক খুলে শাস্তি দিলেন স্কুলেরই তিন শিক্ষিকা"
সদরুল অাইন: বার্তা সম্পাদক (সহ:) চ্যানেল ফোর নিউজ, ঢাকা।
প্রধান শিক্ষিকার বিরুদ্ধে 'অশ্লীল' শব্দ লেখার অভিযোগে একসঙ্গে ৮৮ ছাত্রীকে পোশাক খুলিয়ে শাস্তি দিলেন স্কুলেরই তিন শিক্ষিকা।
ভারতের অরুণাচল রাজ্যের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকাদেরা বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, অরুণাচলের পাপুম পারের তানি হাপার এলাকায় অবস্থিত ওই স্কুলটিতে গত ২৩ নভেম্বর এই অভব্য ঘটনাটি ঘটেছে। তবে, ঘটনাটি জানাজানি হয় আরও চার দিন পর, গত ২৭ নভেম্বর।
'অল সাগালি স্টুডেন্ট ইউনিয়ন' ওই ছাত্রীদের হয়ে থানায় অভিযোগ থেকে জানা গেছে, ক্লাস সিক্স ও সেভেনের মেয়েদের এভাবে পোশাক খুলিয়ে শাস্তি দেয়া হয়েছে।
এই ঘটনায় যাদের বিরুদ্ধে কদর্য আচরণের অভিযোগ উঠেছে তারা হলেন স্কুলের দুই সহশিক্ষিকা এবং এক জুনিয়র শিক্ষিকা।
ঘটনার শিকার ছাত্রীরা জানায়, ক্লাসের অন্যদের সামনে দাঁড় করিয়ে তাদের নগ্ন হতে বাধ্য করেন তিন শিক্ষিকা। প্রধান শিক্ষিকার উদ্দেশে 'অশ্লিল' শব্দ লেখা কাগজের টুকরোটি খুঁজে বের করতেই নাকি এভাবে পোশাক খোলানো হয়েছে।
পাপুম পারের পুলিশ সুপার তুমে আমাও জানিয়েছেন, মামলাটি মহিলা পুলিশ থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে মহিলা পুলিশ থানাই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।