জয়পুরহাটে জনতা ব্যাংকের ৪৫ লাখ টাকা চুরির মামলায় গ্রেপ্তার-২ জিজ্ঞাসা চলছে।
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাটের বাটার মোড়ে অবস্থিত জনতা ব্যাংক লিমিটেড শাখা থেকে গত মঙ্গলবার দিনদুপুরে ৪৫ লাখ টাকা চুরি হওয়া ঘটনায় মঙ্গলবার রাতেই সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ব্যাংকের সিসি টিভির ফুটেজে ধারণকৃত ফুটেজ অনুযায়ী মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় যে গত মঙ্গলবার সকাল ১০ টা ৫৩ মিনিটের সময় সোনালী ব্যাংকে জমা দেওয়ার জন্য জনতা ব্যাংকের ক্যাশ কাউন্টারে রাখা টাকা ভর্তি ব্যাগটি ক্যাশিয়ারের সামনে থেকে তুলে নিয়ে যায় একজন মাঝ বয়সী ব্যক্তি।
সে সময় কাউন্টারের ক্যাশিয়ার মোঃ রায়হান আলী, ক্যাশিয়ার মোঃ সাইফুল ইসলাম এবং ক্যাশিয়ার মীর মাহবুব হাসান কর্মরত ছিলেন। তাদের অজান্তে ক্যাশ কাউন্টারের পাশের টেবিলের নিচ থেকে অজ্ঞাত একজন মাঝ বয়সী ব্যক্তি টাকা ভর্তি ব্যাগটি তুলে নিয়ে বেরিয়ে তার অপর সহযোগীর হাতে দিয়ে দেন।
এর পরে ওই চোর চক্রটি নির্বিঘ্নে ব্যাংক থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা গেছে। এই ব্যাপারে পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থল সহ সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
জনতা ব্যাংকের ক্যাশিয়ার মোঃ রায়হান আলী ও উক্ত ব্যাংকের পিয়ন মোঃ আমানত আলী কে জিজ্ঞাসা বাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
এবং দিনদুপুরে ব্যাংক থেকে ৪৫ লাখ চুরি হওয়ার সংবাদ পেয়ে জনতা ব্যাংকটির উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাংকটির উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে ঘটনাটি সঠিক তদন্তের জন্য পৃথক পৃথক ২ টি তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংকটির উর্ধ্বতন কর্তৃপক্ষ।