পাঁচবিবিতে দুগ্ধদায়ি মায়েদের জন্য বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি নিরেন দাস :
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা এলাকার নির্ধারিত ৩০০ জন উপকারভোগীদের স্বাস্থ্যসেবা জোড়দার করার লক্ষে দুগ্ধদায়ি মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী প্রদানের নিমিত্তে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিক্তা রাণী পালের দিকনির্দেশনায় গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলমের সভাপতিত্বে হেলথ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি আয়েশা আক্তার, সম্পাদক বিপ্লব চৌধুরী, কাউন্সিলর ও মহিলা উন্নয়ন ফোরামের সম্পাদিকা ইভানা আক্তার মিনু, মহিলা বিষয়ক কার্যালয়ের আবু রাইহান প্রমুখ।