পুঠিয়ার দুই ইউপির নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত
রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৬ মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বৃহস্পতিবার এসংক্রান্ত নির্দেশনা পত্র এসেছে বলে নিশ্চিত করেছে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সায়েদুর রহমান ভুইয়া।
তিনি জানান, শিলমাড়িয়া ইউনিয়নের জহুরুল ইসলাম নামের এক ব্যক্তি উচ্চ আদালতে রিট আবেদন করায় উচ্চ আদালত আগামী ৬ মাসের জন্য উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।
এ ব্যপারে জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জেলা নির্বাচন কর্মকর্তা এসংক্রান্ত ম্যাসেজ দিয়েছে তবে বিস্তারিত কিছু বলেনি এবং নির্বাচন স্থগিত সংক্রান্ত কোন চিঠি উপজেলা নির্বাচন অফিসে এখনও আসেনি।
থানার ওসি কাছে নির্বাচন স্থগিত সংক্রান্ত চিঠির ব্যপারে জানতে চাইলে তিনি জানান, থানায় এ ধরনের চিঠি আসতে পারে তবে থানা থেকে এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি।
উল্লেখ্য যে, স্বীমানা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে রিট আবেদন থাকায় দীর্ঘ ১৪ বছর উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে। সকল আইনি জটিলতা কাটিয়ে গত ১২ নভেম্বর তফসিল ঘোষনা করে নির্বচন কমিশন।
তফসিল অনুযায়ী গত ২৭ নভেম্বর মনোনয়নপত্র দাখিল সহ যাচাই বাছাই সম্পূর্ন হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহনে দুই ইউনিয়নে ব্যাপক প্রস্তুতিও নেয়া হয়েছে।