মুন্সীগঞ্জে জেলা ইজতেমা উপলক্ষে ইজতেমা ময়দান পরিদর্শন ও মতবিনিময় সভা।
আবু হানিফ রানা,মুন্সীগঞ্জ। গতকাল শনিবার সকাল ১১ টার সময় মীরকাদিম পৌরসভা কার্যালয়ে আগামী ৭ই ডিসেম্বর জেলা পুলিশের উদ্দ্যেগে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা উদযাপন উপলক্ষে ইজতেমা ময়দান পরিদর্শন ও আইন শৃংখলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় মীরকাদিম পৌর মেয়র শহীদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপি এম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট শওকত আলম মজুমদার, ডি আই ও (১) নজরুল ইসলাম,ডিবি অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী, সদর থানার অফিসার্স ইনচার্জ আলমগীর হোসাইন, তদন্ত ওসি মনজুর মোর্শেদ, হাতিমারা তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সাইফুল ইসলাম সবুজ, টি আই প্রশাসন ছিদ্দিকুর রহমান, টি আই শেখ শাহাদাত আলী, কামরুল ইসলাম বেগ,কাউসার আলম,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম। মতবিনিময় সভার আগে ইজতেমা ময়দান পরিদর্শন কালে আকষ্মিক ভাবে ইজতেমা ময়দানে এসে উপস্থিত হন মুন্সীগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস। পরিদর্শন শেষে তিনি বলেন আমি আগামী ৬ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ইজতেমা মাঠে থাকব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।