কক্সবাজারের জাগরণী মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি, চকরিয়া উপজেলার খুটাখালীর সামাজিক সমাজ সেবামূলক সংগঠন জাগরণী সংঘের উদ্দোগে ’জাগরণী বৃত্তি’ অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার খুটাখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্টিত পরীক্ষায় ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। সকাল সাড়ে ১০ টা থেকে পরীক্ষা শরু হয়ে দুপুর ১২ টা নাগাদ শেষ করা হয়।
জাগরণী সংঘ সভাপতি মাওলানা বশির উদ্দিন জানান, প্রতি বছরের ন্যায় ৭ম বারের মত জাগরণী বৃত্তি পরীক্ষায় ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আড়াই শতাধিক ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন। একই দিন রাতে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৮৭ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করেন। বৃত্তি পরীক্ষার প্রধান নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিনহাজ উদ্দিন। হল সুপারের দায়িত্বে ছিলেন নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুবির দাশ। এছাড়া সহকারী পরিদর্শকের দায়িত্ব পালন করেন খুটাখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাহাব উদ্দিন, নাজিম উদ্দিন, আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক সরওয়ার আলম আজাদ, মোস্তাক আহমদ, জলিলিয়া ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আবুল কালাম ও কুতুবদিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শণ করেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যাপক ডা. রেজাউল করিম মনছুর, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের, ডুলাহাজারা শাহ এনাম পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনামুল হক, খুটাখালী ইউপি প্যানেল চেয়ারম্যান আবদুল আওয়াল, দক্ষিণ বহলতলী সাইক্লোন সেল্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ ও ফুলছড়ি নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক প্রমুখ।
এসময় জাগরণী সংঘের সহ সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন, সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রশিদ, সদস্য ফজলুর রহিম জাহেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত পরীক্ষায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে তৎমধ্যে উত্তর ফুলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বহলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাককুম পাড়া আজিজিয়া নূরানী মাদ্রাসা, দারুল ইত্তেহাদ আদর্শ মাদ্রাসা জুমনগর, মিলেনিয়াম স্কলার্স, ফুলছড়ি নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর পাবলিক স্কুল, ফুলছড়ি ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসা, বাশকাটা তালিমুল কুরআন মাদ্রাসা, ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেধাকচছপিয়া জলিলিয়া ইবতেদায়ী মাদ্রাসা, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, কুতুবদিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহ এনাম স্কুল এন্ড কলেজ ডুলাহাজারা, তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদ্রাসা, খুটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, খুটাখালী উচ্চ বিদ্যালয় ও দিগন্ত কিড্স কেয়ার স্কুল রয়েছে।
বৃত্তি পরীক্ষার ফলাফল: রোল নং অনুসারে- (প্রথম শ্রেণী) এ ১১৪, ১১০, ১১৫, এ- ১২০,১০৯, ১১১, ১২৪, বি ১০৪, ১২৩,১০১, ১০২ (দ্বিতীয় শ্রেণী) এ+ ২২৯, এ ২১৮, ২১৯ এ- ২৩৩, ২৪৪, ২২২, ২৩৪, ৩৩৬, ২২১, ২২০, ২২৩, ২১১, ২৩১, বি ২০৩, ২০৫, ২০৬, ২১০, ২১৫, (তৃতীয় শ্রেণী) এ ৩২৬, ৩৩১, ৩২৮, ৩৩০, ৩২১, ৩২৯, ৩২০, এ- ৩০২, ৩০৬, ৩১০, ৩১৫, ৩১৩, (চতুর্থ শ্রেণী) এ+ ৪৫৩, ৪৫৪, এ ৪৫৯, ৪১২, ৪৫৫, ৪৬১, ৪২৮, ৪৩০, এ- ৪৬০, ৪৫৮, ৪১৩, ৪২৫, ৪৪০, ৪৫৬, ৪০৫, ৪২৯, বি ৪০২, ৪০৪, ৪০৯, ৪১০, ৪১৭, ৪২০, ৪৩৯, ৪৪৫, ৪৪৬, ৪৪৩, ৪২৪, ৪২৩, ৪২৬, ৪৫০ (ষষ্ঠ শ্রেণী) এ ৬০৩, ৬৩১, ৬০২, ৬০১, ৬২৭, এ- ৬৩৪, ৬৩৩, ৬৩২, ৬৩০, ৬২৯, ৬২৬, বি ৬২০, ৬০৪, ৬০৭, ৬২১, ৬১৬।
০২ ডিসেম্বর ২০১৭ ইং