দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়: খন্দকার মোশাররফ
আগাম নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত বিএনপি তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দলীয় সরকারে অধীনে নয়—নির্দলীয় সরকারের অধীনে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।
রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে সরকার একে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও জানান বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য।
এদিকে,জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত আরেক আলোচনায় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আনুষ্ঠানের দাবি করে বলেন, আগাম নির্বাচন দেয়ার সাহস সরকারের নেই।
আর জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনায় দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার অন্যায়ভাবে বিএনপি নেত্রী ও নেতা-কর্মীদের দমন দমস-পীড়ন করছে।
পরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারি ঐক্যজোটের চেয়াম্যান মো. সেলিম ভূইয়ার মুক্তির দাবিতে বিএনপির পক্ষ থেকে মানববন্ধন হয়েছে।