ফুলবাড়ী উপজেলায় এডিডি’র আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ॥
নুর আলম সিদ্দিক, ভ্রাম্যমান প্রতিনিধি,দিনাজপুর থেকেঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এডিডির আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনে এক র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত। গতকাল রবিবার সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এসেসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট (এডিডি) উন্নয়ন বহুমুখী, স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনে উপজেলা পরিষদ থেকে প্রতিবন্ধীদেরকে নিয়ে এক বিশাল র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘সবার জন্য সমৃদ্ধ ও টেকসই সমাজ”। সকাল সাড়ে ১০টায় উপজেলা বেসরকারি সংস্থা রাবেয়া কমিউনিটি সেন্টারে এডিডি’র আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনে এক আলোচনা সভা বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি মোঃ মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এডিডি’র নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল সালাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আক্তারুজ্জামান। দ্যা নেদারল্যান্ড থেকে আগত সংস্থার সম্মানিত ব্যক্তি রিয়া স্মিথ । এডিডি’র আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আলোচনা সভাটি পরিচালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আহাদুজ্জামান চৌধুরী। সার্বিক সহযোগীতা করেন এসোসিয়েট ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট (এডিডি) ফুলবাড়ী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ শফিকুল ইসলাম বাবু। প্রতিবন্ধী দিবস আলোচনা সভায় প্রায় ২শতাধিক প্রতিবন্ধী ও তাদের পরিবার উপস্থিত ছিলেন। এ সময় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।