হিলি সীমান্তে আটক ভারতীয় নাগরিককে বিএসএফ’র কাছে হস্তান্তর
নুর আলম সিদ্দিক,ভ্রাম্যমান প্রতিনিধি, দিনাজপুর থেকে :অবৈধ্য পথে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক ঝর্না রানী শাহা (৬৫) নামের এক ভারতীয় নাগরিককে বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । আজ রবিবার দুপুরে দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১ নং সাব পিলার সংলগ্ন চেক পোষ্ট গেট এলাকা ঐ ভারতীয় নাগরিককে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের এ তথ্য জানান। ঝর্না রানী সাহা ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার চয়নপাড়া গ্রামের মৃত রবীন্দ্রনাথ সাহার স্ত্রী। এ ব্যাপের সুবেদার আবু নাছের জানান, অবৈধ্য পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শনিবার দুপুর ১২.০০ হিলি সীমান্তের চেক পোস্ট সড়ক থেকে ঝর্না রানী সাহাকে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জ তার ভাইয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চেক পোষ্ট সড়কে বাস ধরতে এসেছিলেন। দুই বাহিনীর মাঝে বিরাজও মান ভাল সম্পর্কের কারনে আটক ভারতীয় নাগরিককে ফেরত নেওয়ার জন্য ঐ দিনই বিএসএফ কে জানানো হয়। পরে বিএসএফ সদস্যেরা তার নাম ঠিকানা যাচাই করে নিশ্চিত হয় পরে আজ রবিবার দুপুরে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয় ।