রাজশাহী জেলা ও নগর বিএনপির বিক্ষোভ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে জেলা ও নগর বিএনপির নেতাকর্মীরা। নগরীর অলোকার মোড়ে জেলার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা এবং মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে নগর বিএনপি পুলিশী বেস্টুনির মধ্যে বিক্ষোভ সমাবেশ করে। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে জেলা ও নগর পৃথকভাবে এই বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয় বলে বিএনপির নেতৃবৃন্দ জানান।
সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুম জানান, মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপি আয়োজনে নগরীর অলকার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড: তোফাজ্জল হোসেন তপু ও সাধারণ সম্পাদক এ্যাড: মতিউর রহমান মন্টু। মিছিলটি নগরীর অলকার মোড় হয়ে নিউমার্কেট রোড প্রদক্ষিণ করে রাজশাহী চেম্বার ভবনের সামনে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথ সভা করা হয়।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ-সভাপতি শামিমুল ইসলাম মুন, নজরুল ইসলাম মন্ডল, আলাউদ্দীন আলো, যুগ্ম-সাধারণ সম্পাদক ডিএম জিয়া, আশরাফুল ইসলাম বার্ড, রায়হানুল রায়হান, তাজমুল তান টুটুল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক তোফায়েল হোসেন রাজু, জেলা বিএনপি পল্লী বিষয়ক সম্পাদক আলী হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, কাটাখালী পৌর বিএনপি সভাপতি জিয়াউর রহমান জিয়া, নওহাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, কাটাখালী পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাত হোসেন, পবা থানা বিএনপি যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক, দুর্গাপুর সাবেক পৌর মেয়র সাইদুর মন্টু, বিএনপি নেতা চেয়ারম্যান হাসান ফারুখ ইমাম সুমন, বিএনপি নেতা মখলেছুর রহমান রেন্টু, জেলা ছাত্রদল নেতা মোস্তাফুজুর রায়হান, নাজমুল ইসলাম, ফরিদুল ইসলাম সাহেব, কৃষ্ণ কুমার প্রমাণিক, পিয়াস আলী প্রমুখ ।এদিকে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী নগর বিএনপি। রোববার সকালে নগরের মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশে আয়োজন করা হয়। পুলিশী বেস্টুনির মধ্যে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিকের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমূখ।