শ্যামনগরে নাগবাটি সরকারি প্রাইমারি স্কুলে "মিড ডে মিল" এর শুভ উদ্বোধন করলেন জগলুল হায়দার এমপি
গোলাম মোস্তফা লাভলু,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে "মিড ডে মিল" কর্মসূচির ধারাবাহিকতায় অাজ শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের ২নং নাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের শুভ উদ্বোধন করলেন সাতক্ষীরা ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে ও শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী "মিড ডে মিল" কর্মসূচি নিজ নির্বাচনী এলাকায় বাস্তবায়নের লক্ষ্যে অাজ ৩ ডিসেম্বর, ২০১৭ ইং দুপুর ১ টায় শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে "মিড ডে মিল" এর ব্যবস্থা করেন সাতক্ষীরা - ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার।
এমপি মহোদয় স্কুলে পৌঁছানো মাত্রই ছোট ছোট কমলমতি শিশুরা দল বেঁধে এসে স্বাগত জানিয়ে তাকে গাড়ি থেকে নামায়। এমপি সাহেব প্রথমেই মঞ্চে না উঠে দর্শক সারিতে বাচ্চাদের সাথে কিছু সময় বসেন। তখন বাচ্চারা সকলের অাগে এমপি মহোদয়ের হাতে হাত দিয়ে শুভেচ্ছা জানাতে প্রতিযোগিতা শুরু করে।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা কারি প্রায় ৮০ বছর বয়স্ক হুজুর মোনাজাতে জানান, " তিনি তার দীর্ঘ কর্মজীবনে এত ছোট বাচ্চাদের নিয়ে দোয়া অনুষ্ঠান অাগে কখনও দেখেন নি। কিন্তু এমপি জগলুল হায়দারের ঐকান্তিক প্রচেষ্টায় এটি অাজ সম্ভব হয়েছে।" ধারাবাহিক ভাবে নিজ নির্বাচনী এলাকার ২০ টি ইউনিয়নে এটি বাস্তবায়ন করবেন বলে জানান এমপি জগলুল হায়দার।
এই মানবিক কর্মসূচিটিকে সামাজিক অান্দোলনে রূপ দিতে প্রত্যেক এলাকার বিত্তবানদের নিজ নিজ উদ্যোগে এগিয়ে অাসার অনুরোধ জানান মাননীয় সাংসদ।