রাজশাহীতে বস্তির বসত রক্ষা করলেন লিটন
রাজশাহীর বহরমপুর এলাকায় রেল লাইনের পাশের বস্তিবাসীর বসত বাড়ি রক্ষা করলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার সকালে তিনি নিজে উপস্থিত হয়ে রেলের উচ্ছেদ অভিযান থেকে কয়েকশ’ বস্তিবাসীর বাড়িঘর রক্ষা করেন।
এসময় খায়রুজ্জামান লিটন বস্তিবাসীর উদ্যেশ্যে বলেন, আমি এপি না, মন্ত্রী না, মেয়র না। তার পরেও আপনাদের মাঝে আমি এসেছি, আপাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু বর্তমান মেয়রকেও আপনারা ডেকে ছিলেন। তিনি আপনাদের পাশে আসেন নি বা আসতে পারেন নি। কেন আসেন নি বা আসতে পারেনি আপনারা খুব ভালে করে জানেন।
লিটন বলেন, মানুষ সখ করে রেল লাইনের পাশের বস্তিতে বসবাস করে না। কোন না কোন ভাবে তাদের জমি জমা সব হারিয়ে সর্বশান্ত হয়েচেন। নিরুপায় হয়ে বস্তিতে বসবাস করছেন আপনারা। আমি থাকা পর্যন্ত আপনাদের বাড়ি ঘর কেউ ভাঙ্গতে পারবে না। কেউ ভাঙ্গতে আসলে আমি সামনে গিয়ে দাঁড়াবো। তবে রেল লাইনের পাশের জায়গা দখল করে যারা মাদক বিক্রয় করছে, জুয়া খেলাচ্ছে, এরা সমাজের শত্রু। এদের আপনাদের কেই উচ্ছেদ করতে হবে বলে খায়রুজ্জামান লিটন।
তিনি আরও বলেন, সামনে সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনে যদি মেয়র হতে পারি তা হলে আপনাদের পুর্নবাসন করা হবে। আপনাদের পুনর্বাসন করার মত অনেক জায়গা রাজশাহীতে আছে। শুধু উদ্যোগ নেয়ার ব্যাপার। পুনর্বাসন করা হলে আপনারা স্থানীয় ঠিকানা পাবেন বলে বস্তিবাসীকে প্রতিশ্রুতি দেন খায়রুজ্জামান লিটন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকে রেল লাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে রেল কর্তৃপক্ষ। বেলা ১০ টার দিকে রেলের উচ্ছেদ টিম বহরমপুর এলাকায় গেলে বস্তিবাসীরা বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে সেখানে ছুটে যান খায়রুজ্জামান লিটন। তিনি উচ্ছেদ টিমকে সেখান থেকে ফিরিয়ে দেন। পরে খায়রুজ্জামান লিটন বস্তিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর হাবিব আহম্মেদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামন টুকু, রেলওয়ে শ্রমীক লীগ আরবিআর শাখার সভাপতি মতাহার হোসেন বুলু, সাধারণ সম্পাদক মেহেদি হাসান, ওপেল লাইন শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমূখ।