বরগুনা পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ, আলোরপথে ৮২ ব্যাবসায়ী ও মাদকসেবী,
জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা প্রতিনিধিঃ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আত্মসমার্পন, পুনর্বাসন, কমিউনিট পুলিশিং ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা পুলিশ সুপার বিজয় বসাক এর সভাপতিত্বে বরগুনা পুলিশ লাইন অডিটোরিয়াম গত কাল মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোঃ মোখলেছুর রহমান। এর আগে সকালে প্রধান অতিথি ডিআইজি ও পুলিশ সুপারের তেতৃত্বে মাদক বিরোধী বিশাল সাইকেল র্যালী জেলা শিল্পকলা একাডেমী থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন অডিটোরিয়ামে শেষ হয়।
সভার শুরুতে পুলিশ সুপারের শুভেচ্ছা বক্তব্য শেষে ৮২ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবী আত্মসমার্পনকারীদের শপথ বাক্য পাঠ করান ডিআইজি। সভায় বক্তব্য রাখেন ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, জেলা প্রশাসক মোঃ মোখলেছুর রহমান, আত্মসমার্পনকারী কেওড়াবুনিয়া গ্রামের সোহাগ, সরকারি কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, পৌরমেয়র মোঃ শাহাদাত হেসেন, আব্দুল মোতালেদ মৃধা, পিপি ভুবন চন্দ্র হাওলাদার, মোঃ জাকির হোসেন মিরাজ, আব্দুল আলীম হিমু, হোসনেয়ারা চম্প, রইসুল আলম রিপন, সাধারন সম্পাদক সুখরঞ্জন শীল। সঞ্জীব দাস, গোলাম মোস্তফা কিসলু। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাংবাদিক মুশফিক আরিফ।