ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র নির্বাচনের জন্য দল ও দলের বাইরে থেকে প্রার্থী খোঁজা হচ্ছে: কাদের
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র নির্বাচনের জন্য দল ও দলের বাইরে থেকে প্রার্থী খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, তড়িঘড়ির কিছু নেই নির্ধারিত সময়ে আইন মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, সরকারের আগাম নির্বাচনের কোনো পরিকল্পনা নেই— তবে যেকোনো সময়ে নির্বাচনে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত।
মন্ত্রী প্রয়াত মেয়র আনিসুল হকের পরিবারের সদস্য কেউ প্রার্থী হবেন কি না, এমন প্রশ্নের জবাবে বলেন, তারা এখনো শোকাহত আমরা তাদের বিরক্ত করছি না।
এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার আগামী নির্বাচন করবে---দলটির এ বক্তব্যকে মিথ্যাচার বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
গত বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান উত্তরের মেয়র আনিসুল হক। তারপর স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়রের পদটি শূন্য ঘোষণা করে।