গাংনী বাসীর পক্ষে থেকে রোহিঙ্গাদের মাঝে কম্বল বিতরন
মেহেরপুর প্রতিনিধি :গাংনী বাসীর পক্ষে রোহিঙ্গা শরনার্থীদের মাঝে এক ট্রাক কম্বল বিতরন করা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে ৩ হাজার ১শ’ কম্বল রোহিঙ্গা শীর্তাতদের মাঝে বিতরন করা হয়। মেহেরপুরের মাইটিভির ও বণিকবার্তার সাংবাদিক মাহাবুব আলমের পরিচালনায় টেকনাফের নওপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন সাইদ হোসেন, গাংনী পৌরসভার প্যানেল মেয়র-২ সাইদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বশির উদ্দীন, কাউন্সিলর আসাল উদ্দীন, বিএনপি নেতা বাবলু আহম্মেদ, এনামুল হক, খাদিজা আশরাফ ফাউন্ডেশনের সদস্য সাজু, জামান গামেন্টেস এর মালিক কামরুজামান, তুহিন ইলেকট্রনিক্সএর মালিক তুহিন, গোপালনগর গ্রামের রফিকুল প্রমুখ। এরআগে গত শনিবার সন্ধ্যায় গাংনী বাজার থেকে গাংনী মসজিদ কমিটির সভাপতি হাজি মহাসিন আলী, সাধারণ সম্পাদক হাজি আলফাজ উদ্দীন, বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিক, জুয়েলার্স ব্যবসায়ী নেতা জাহিদুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেনিপেশার মানুষ ত্রাণ বাহি গাংনীর আমানত বহনকারী সদস্যদের বিভিন্ন পরামর্শ প্রদান পূর্বক দোয়া করেন ও বিদায় জানান।