প্রাথমিকসহ সকল স্তরে তথ্য-প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করা হবে
তথ্য-প্রযুক্তি শিক্ষা প্রাথমিকসহ সকল স্তরে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত চারদিনের ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনে মিনিস্টিরিয়াল কনফারেন্সে তিনি এ কথা বলেন।
শিল্পখাতে তথ্য প্রযুক্তিভিত্তিক অবকাঠামো গড়ে তোলা হবে— জানিয়ে জয় বলেন, আগামীতে প্রতিটি শিল্পখাত প্রযুক্তি নির্ভর হবে। তথ্য প্রযুক্তিতে স্বনির্ভর হতে সরকার নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দিচ্ছে।
তিনি আরো বলেন, দেশকে ডিজিটাল হাবে পরিণত করতে কাজ করছে সরকার।