শীতকালীন অলিম্পিক গেমস নিষিদ্ধ রাশিয়ায়
আগামী বছরের শীতকালীন অলিম্পিক গেমসে রাশিয়াকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সুইজারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট স্যামুয়েল স্মিডের ১৭ মাসের তদন্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে ওআইসি।
তবে ডোপিংয়ে জড়িত নন প্রমাণ করতে পারলে স্বতন্ত্রভাবে রুশ অ্যাথলিটরা গেমসে অংশ নিতে পারবেন।
ডোপিংয়ে জড়িত থাকায় কিছুদিন আগেও রাশিয়ার কয়েকজন অ্যাথলিটকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এরপর থেকেই শীতকালীন অলিম্পিক গেমসে রাশিয়াকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছিল তারা।
২০১৪ সালের রাশিয়ার সোচি গেমসের সময় রাষ্ট্র পরিচালিত ডোপিংয়ের প্রমাণ পাওয়ায় শেষমেষ এ সিদ্ধান্ত নিয়েছে ওআইসি। যদিও অলিম্পিক অ্যাথলিট ফ্রম রাশিয়া-ওএআর, এই নামে স্বতন্ত্রভাবে শীতকালীন গেমসে অংশ নিতে পারবেন রুশ অ্যাথলিটরা।
তবে তারা কোনো ধরনের নিষিদ্ধ ড্রাগ নেন না তার প্রমাণ দেখাতে হবে আগে।