দশম জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন
দশম জাতীয় সংসদের ২০১৮ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের দেয়া দুইটি ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রীপরিষদ সচিব মো. শফিউল আলম এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণে নয়টি বিষয় থাকবে। বর্ধিত পরিসরে ৭২ হাজার ৩৮৬ শব্দ সংযুক্তিসহ রাষ্ট্রপতির ভাষণ রচিত হচ্ছে। তবে সংক্ষিপ্ত পরিসরে পঠিত হবে ৭ হাজার ৪৭৭ শব্দের ভাষণ।
২০১৭ সালে সংসদে এক ঘন্টাব্যাপী দেওয়া রাষ্ট্রপতির ভাষণ ছিলো ৫ হাজার ৮০৬ শব্দের।