জেরুজালেমকে রাজধানী ঘোষণায় ইসরায়েল-ফিলিস্তিনে সংঘর্ষ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩১ জন।
ফিলিস্তিনি ভূখণ্ডে আরো বিক্ষোভ-প্রতিবাদের আশঙ্কা রয়েছে— এ পরিস্থিতিতে এরইমধ্যে নতুন করে ইন্তিফাদার ডাক দিয়েছে হামাস।
জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্টের স্বীকৃতির পর গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩১ জন আহত হন।
চলমান পরিস্থিতিতে আজ থেকে নতুন করে ইন্তিফাদার ডাক দিয়েছে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন হামাস। ফিলিস্তিনিদের ঠেকাতে পশ্চিম তীরে অতরিক্ত সৈন্য মোতায়েন করে ইসরায়েল।
মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পূর্ব নির্ধারিত সাক্ষাৎও বাতিল করে দেবার আশঙ্কা তৈরি হয়েছে। আর এ প্রেক্ষপটে বৈঠক বাতিল না করতে ফিলিস্তিনকে সতর্ক করে দিয়েছে হোয়াইট হাউস।
চলতি মাসের মাঝামাঝিতে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে মাইক পেন্স বলেছেন তিনি মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠকে বসার ব্যাপারে আগ্রহী।
এদিকে, মার্কিন প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানসহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশই।
এ নিয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসছে। পরে আরব লীগেরও বৈঠকে বসার কথা রয়েছে।