শেখ হাসিনা সফটওয়ার পার্ক' উদ্বোধন রোববার
প্রতীক্ষার পালা শেষ করে আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে যশোরে নির্মিত শেখ হাসিনা সফটওয়্যার প্রযুক্তি পার্ক। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৩০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পার্কে প্রায় ১২ হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
২০১০ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে একটি বিশ্বমানের আইটি পার্ক স্থাপনের ঘোষণা দিয়ে ছিলেন। যেখানে দেশ-বিদেশের আইটি শিল্প উদ্যোক্তারা বিনিয়োগের সুযোগ পাবেন।
প্রধানমন্ত্রীর এ ঘোষণা অনুযায়ী ২০১৩ সালে ফেব্রুয়ারিতে যশোর সদরের শংকরপুর এলাকায় বেপজায় আইটি পার্ক নির্মাণ কাজ শুরু করা হয়। দেশ-বিদেশের আইটি প্রতিষ্ঠান এই পার্কে বিনিয়োগ করতে পারবে। এই পার্কে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, কল সেন্টার, গবেষণা ও উন্নয়ন বিষয়ক কাজ করা যাবে।
এ প্রযুক্তি পার্কটি গড়ে ওঠায় যশোরসহ আশেপাশের এলাকার তরুণদের তথ্য প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে উৎসাহী করে তুলেছে।
প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, এ পার্ক প্রতিষ্ঠার ফলে হাজার হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
পার্কটিতে রয়েছে ১৫ তলা এমটিবি ভবন, ১২ তলা বিশিষ্ট ফাইভ স্টার মানের ডরমিটরি ভবন, রাষ্ট্র পরিচালিত আর্ট কনভেনশন সেন্টার ও আন্ডারগ্রাউন্ড পার্কসহ সকল প্রকার আধুনিক সুবিধা সম্বলিত প্রায় ২ দশমিক ৩২ লাখ বর্গফুট জায়গা। প্রতিটি ফ্লোরে ১৪ হাজার বর্গফুট স্পেস থাকবে।