আজ ৯ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় নির্মান কাজের উদ্ভোধন করেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার এমপি।ভাঙ্গন প্রতিরোধ, নিষ্কাসন এবং সেচ ব্যবস্হা উন্নয়নের জন্য পূনর্বাসন শীর্ষক প্রকল্পের আওতায় ২.১৫০ কিলোমিটার ডাল সংস্কারসহ সী-ডাইক নির্মাণ কাজের ব্যায় ধরা হয়েছে ৩৯ কোটি টাকা। ৬ নং বাশঁবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন চট্টগ্রাম ৪ সীতাকুণ্ডের স্হানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম মমতাজ উদ্দিন, জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুইয়া, উপজেলা জাতীয় পাটি সভাপতি রেজাউল করিম বাহার,সাধারণ সম্পাদক নুরুল আলম, ছাত্রলীগ সভাপতি ফারুক চৌধুরীসহ বিভিন্ন নের্তৃবৃন্দ। ৪৮ হাজার ৩৯৬ বর্গকিলোমিটার আয়তনের সীতাকুণ্ডের বেড়িবাঁধের আওতায় রয়েছে ২৬ কিলোমিটার এলাকা। কিন্ত এর কোথাও কোথাও কোনো বেড়িবাঁধ নেই।সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত ৫ বছর ধরে বেড়িবাঁধ ভেঙে বাঁশবাড়িয়ার বোয়ালিয়াকূল ও আকিলপুর এলাকার প্রায় ২ কিলোমিটার,সোনাইছড়ির ঘোড়ামাড়ার এলাকার ২ স্থানে প্রায় ১ কিলোমিটার ও কুমিরার ঘাটঘর,বাঁশবাড়িয়ার এলাকায় কিছু অংশের ফসলি জমি সাগরে বিলীন হয়ে গেছে। প্রতি বর্ষায় সাগরের
পানি ঢুকে ফসলি জমিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে অন্তত ৫ হাজার পরিবার ।বাঁধ নির্মাণের দাবীতে এলাকাবাসীর দীর্ঘ আন্দোলন সংগ্রামের ২৭ বছর পর অবশেষে ৩৯ কোটি টাকা ব্যায়ে বাঁধ নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্ভোধন করলেন পানি সম্পদ মন্ত্রী
মোহরম আলী সুজন,সীতাকুণ্ড প্রতিনিধি( চট্টগ্রাম):সীতাকুণ্ড উপজেলার বাশঁবাড়িয়া উপকুলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে।