আইএসের বিরুদ্ধে যুদ্ধ জয়ের ঘোষণা ইরাকের
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএসের বিরুদ্ধে যুদ্ধ জয়ের ঘোষণা দিয়েছে ইরাক।
দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বাগদাদে একটি সম্মেলনে এ ঘোষণা দেন।
স্থানীয় সময় শনিবার ওই সম্মেলনে তিনি বলেন, ইরাকের সীমান্তবর্তী যে এলাকা আইএসের দখলে ছিল তা নভেম্বরে সম্পূর্ণভাবে ইরাকের নিয়ন্ত্রণে চলে এসেছে।
প্রধানমন্ত্রী আবাদি বলেন, ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল এখন সেনাবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
আপাতদৃষ্টিতে এ যুদ্ধে ইরাক জয়ী বলে ঘোষণা দেন তিনি।
এদিকে, দেশটির সেনাবাহিনীর দেয়া আলাদা এক বিবৃতিতে ইরাককে সম্পূর্ণ স্বাধীন বলে ঘোষণা করা হয়েছে।
তবে বেশ কিছু আইএস যোদ্ধা এখনও সিরিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।