রংপুর সিটির নির্বাচনের পরেই সংসদ নির্বাচন নিয়ে পরিকল্পনা হবে
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের পরেই জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট সংসদ নির্বাচন নিয়ে পরিকল্পনা করবে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
রোববার দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান এ কথা জানান।
সংবাদ সম্মেলনে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ জানানো হয়।
এ ঘোষণার প্রতিবাদে আগামী ১২ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচির ডাক দেন এরশাদ। একইসঙ্গে তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
এরশাদ বলেন, ইসলামের প্রথম কেবলা আল আকসা মসজিদসহ গোটা জেরুসালেমকে মুক্ত রাখতে মুসলিম বিশ্বের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ জানান, রংপুর সিটি নির্বাচনের পরেই তারা জাতীয় নির্বাচন নিয়ে পরিকল্পনা করবেন।
যুক্তফ্রন্টের বিষয়ে তিনি বলেন যে কেউ জোট গঠন করতে পারে তবে এটিকে প্রতিপক্ষ হিসেবে দেখছেন না তিনি।