দিনাজপুরের বেথেল ইন্টারন্যাশনাল আলোহা পাঠ্য সূচীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
নুর আলম সিদ্দিক, ভ্রাম্যমান প্রতিনিধি দিনাজপুর থেকেঃ “একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার সন্তানের ভবিষ্যত”-এই শ্লোগানকে সামনে রেখে ৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হলো বেথেল ইন্টান্যাশনাল স্কুলে সাধারন পাঠ্য সূচী আলোহা কোর্সের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।
মালোশিয়া থেকে পরিচালিত এইএসও সার্টিফাইট ব্রেইন ডেভেলোপিং এক্সট্রা কারিকুলার একটিভিটিস এর আওতায় ৪-১৪ বছর বয়সের স্কুলগামী শিশুদের উভয়পার্শ্বের মস্তিস্কের অভাবনীয় উন্নয়ন ঘটিয়ে অল্প সময়ে বেশী পরদর্শী হয়ে উঠে যে কোন বিষয়ে সেইসব সফল শিশু শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন বেথেল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল রেসনিক বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম, বিরল মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, আশালতা রায়। সফল শিক্ষার্থীদের মাঝে অনুভূমি ব্যক্ত করে শিক্ষার্থী ইমতি ইসলাম পল, রিম্পী, মিথরা, নুর জান্নাত। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আলোহার কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর আলম। বক্তারা বলেন, বুদ্ধি চর্চার ক্ষেত্রে আলোহা শিক্ষা ব্যবস্থার আলো ছড়িয়ে দিতে হবে সর্বত্র। মেধা চর্চার ক্ষেত্রে আলোহা মেথট আমাদের সন্তানদের উচ্চ শিখরে এগিয়ে নিয়ে যাবে। শুধু স্বপ্ন নয় তা বাস্তবায়নের জন্য সন্তানদের মেধা বিকাশ ঘটাতে হবে। আমাদের স্বপ্ন আমাদের সন্তানদের সু-শিক্ষায় শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের জ্ঞানকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া। উল্লেখ্য আলোহা কোর্সটি মালোশিয়া থেকে পরিচালিত বিশ্বের ৩৬টি দেশের মধ্যে বাংলাদেশ একটি এবং দিনাজপুরে একমাত্র বেথেল ইন্টারন্যাশনাল স্কুলে এই কোর্সটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।