স্বাভাবিক প্রসবসেবা জোরদারে পরিবার পরিকল্পনা কেন্দ্রে আলোচনা সভা
চট্র গ্রাম সাতকানিয়া থানা প্রতিনিধি মোঃইদ্রিস সাকিল:-চরতি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।(৯/১২/২০১৭)শনিবার চরতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ।
চরতী ইউপি চেয়ারম্যান ডাঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার চৌধুরী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, লিকসন চৌধুরী, সাতকানিয়া উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শ্যামলী দাস ও চরতী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক হুমায়ুন কবির রুবেল।
চরতি ইউনিয়ন পরিবার পরিকল্পনা সহকারী তরুলতা ধর, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমতাজ বেগম, সবিতা তালুকদার, লুৎফুন্নিছা বেগম, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর, মোঃ মুহিবুর রহমান, ইউছুফ ছাদেক, আবুল কাশেম চৌধুরী, ইউপি সদস্য জাকির হোসেন, জমিলা খাতুন, প্রমুখ।
এ সময় চরতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টায় সপ্তাহে ৭ দিন স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণের লক্ষ্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন।