নিউইয়র্কে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের
নিউইয়র্কের কেন্দ্রস্থল ম্যানহাটনের বাস টার্মিনালে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
সোমবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলা হয়, এ ধরনের যেকোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, এ নীতির প্রতি অঙ্গীকার থেকে বাংলাদেশ বিশ্বের যেকোনো প্রান্তে সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং সোমবার সকালে নিউইয়র্কের এ ঘটনায়ও নিন্দা জানাচ্ছে।
বাংলাদেশ বলেছে, সন্ত্রাসী সন্ত্রাসীই -তার ধর্ম কিংবা জাতীয়তা যাই হোক না কেন- তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।