শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশের মর্মান্তিক মৃত্যু
গোলাম মোস্তফা লাভলু, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় আঃ আজিজ(৫৯) নামের এক গ্রাম পুলিশের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সূত্রে জানা যায়, ৯নং বুড়িগোয়ালীনি ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য আঃ আজিজ মঙ্গলবার বেলা ২'৩০ টার দিকে শ্যামনগর থানায় সাপ্তাহিক হাজিরা শেষে বাড়ি ফেরার পথে সে বংশীপুর বাস ষ্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। দ্রুত তাকে চিকিৎসার জন্য শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রুগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে খুলনা ২৫০ বেড হাসপাতালে এ্যাম্বুলেন্স যোগে রওয়ানা দিলে আঠারমাইল নামক স্থানে পৌছালে আঃ আজিজ মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্যামনগর হতে ছেড়ে আসা বাসগুলো প্রায় সমস্ত রাস্তায় সময় ক্ষেপন করে আসার পর সোনারমোড় পার হয়ে ব্যাপক গতিতে গাড়ি চালিয়ে বংশীপুর বাস ষ্ট্যান্ডে পৌঁছায়। বরাবরের ন্যায় মুন্সীগঞ্জগামী বাসটি প্রচন্ড গতিবেগে বংশীপুর বাস ষ্ট্যান্ডে এসে পৌঁছিয়ে ভেটখালীর দিকে সজোরে টার্নিং নিয়ে এসে মুন্সীগঞ্জের রাস্তার দিকে ছুটে আসলে সামনে দাঁড়িয়ে থাকা আঃ আজিজ কোন কিছু বুঝে উঠার আগেই বাসের সাথে সজোরে ধাক্কা খেয়ে রাস্তার মধ্যে ছিটকে পড়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসার জন্য শ্যামনগর সদর, সাতক্ষীরা সদর হতে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হয়ে আঠারমাইল নামক জয়াগায় পৌছালে রাত ৮'৩০ টার দিকে তার মৃত্যু হয়। সে ৯ নং বুড়িগোয়ালীনি ইউনিয়নের ২ ওয়ার্ডের গ্রাম পুলিশ। সে আবাদচন্ডিপুর গ্রামের কদমতলার আঃ ওহাব গাজীর ছেলে। তার ১ ছেলে ও ১ জন প্রতিবন্ধী মেয়ে আছে। আঃ আজিজের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে। গ্রাম পুলিশের এই অকাল মৃত্যুতে ইউনিয়নব্যাপী শোক বিরাজ করছে।