গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়ালো তিনজনে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে। আজ বুধবার সকাল সাতটার দিকে গোদাগাড়ীর মাটিকাটা কলেজের সামনে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একটি বাসের হেলপারে মৃত্যূ হয়। এ ঘটনায় আহত হয় আরও অন্তত ২৫ জন।
আহতদের উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী হাসপাতাল ও পরে রামেকে নিয়ে যাওয়া হয়। পরে গোদাগাড়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের ও রামেক হাসপাতালে আরেকজনের মৃত্যূ হয়।
দুর্ঘটনায় নিহতরা হলো, হৃদয় বাসের হেলপার নওগাঁ জেলার পোরশা উপজেলার বন্দাপাড়া গ্রামের সৈকতের ছেলে শুভ (২২), নাচোলের সোনামানা এলাকার আশিয়া খাতুন(৫৮) এবং নওগাঁ সপাহার দিঘিপাড়া এলাকার আলিমুদ্দীনের ছেলে ছেলে হারুনর রশিদ (৩৯)।
এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছে। রামেক হাসপাতালে আসা আহতরা হলেন, হৃদয় বাসের সুপারভাইজার মুকুল, যাত্রী জহুরুল ইসলাম, কাফি, লুৎফর, বেলাল, সাইফুল, লুৎফর, নিজামুল। তাদের সবাইকে রামেক হাসপাতালের ১,৮, ৩১ ও ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।