অভিবাসন ব্যয় কমিয়ে বিদেশে কর্মী পাঠানো সরকারের বড় চ্যালেঞ্জ
দক্ষ শ্রমশক্তি তৈরির পাশাপাশি অভিবাসন ব্যয় কমিয়ে বিদেশে কর্মী পাঠানো সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
তিনি বলেন, অবৈধ মানবপাচার প্রতারণার মতো বিষয়গুলো কমে আসলেও সরকারের সামনে নতুন নতুন শ্রমবাজার সৃষ্টির পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার চালু করাও চ্যালেঞ্জ বলে জানান তিনি।
অভিবাসন কূটনীতি, সাফল্য, সীমাবদ্ধতা এবং করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় বুধবার এসব কথা বলেন তিনি।
আলোচনায় বক্তরা বলেন, শুধুমাত্র দক্ষ জনশক্তির অভাবে প্রতিযোগিতামূলক শ্রমবাজারে টিকে থাকা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।
চাহিদা থাকা সত্তেও নতুন নতুন শ্রমবাজারে প্রবেশ করতে পারে না বাংলাদেশ—উল্লেখ করে বক্তারা বলেন, ফলে গত কয়েক বছরে বিদেশে কর্মী পাঠানো যেমন কমেছে তেমনি বৈদেশিক মুদ্রার পরিমাণও কমেছে।
এই অবস্থায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খাতকে টিকিয়ে রাখতে বিশেষ গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।