মুন্সীগঞ্জে ঢাকা বোর্ড আন্ত:কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী
মো: রুবেল মাদবর মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে ঢাকা বোর্ড আন্ত:কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে বুধবার সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক।
সরকারি হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নাসিমা আহম্মেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান, মীরকাদিম হাজী আমজাদ আলী কলেজের অধ্যক্ষ মো: সাদেক আলী সরকার ও রামপাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নিশাত নাহর, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হান্নান খন্দকার, ইংরেজি বিভাগের প্রভাষক সিদ্ধার্থ সঙ্কর বিপন, রামপাল মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মনোয়ার হাসিনুল আলম ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ মামুনুর রশীদ। খেলাটি সুন্দর ভাবে পরিচালনার দায়িত্ব পালন করেন সরকারি হরগঙ্গা কলেজের ক্রিড়া ও শরীর চর্চা শিক্ষক মোঃ ইব্রাহিম, সরকারি মহিলা কলেজের শরীর চর্চা শিক্ষক মো: ইউনুস মিয়া, মিরকাদিম হাজী আমজাদ আলী কলেজের শরীর চর্চা শিক্ষক মোক্তার হোসেন ঢালী ও প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল কলেজের আবাসিক শিক্ষক মো: তোফাজ্জল হোসেন প্রমুখ।
প্রতিযোগিতায় সরকারি হরগঙ্গা কলেজ, সরকারি বিক্রমপুর কেবি ডিগ্রি কলেজ, মুন্সীগঞ্জ কলেজ, রামপাল মহাবিদ্যালয়, বিক্রমপুর টঙ্গীবাড়ি কলেজ, প্রেসিডেন্ট প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, আলী আজগর আব্দুল্লাহ কলেজ, বালিগাঁও আমজাদ আলী কলেজ, বিক্রমপুর আদর্শ কলেজ ও মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজর বালক ও বালিকা দলে হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন, দৌড়, চাকতি নিক্ষেপ, উচ্চ লম্ফ, বর্ষা নিক্ষেপ, লাফ ধাপ ঝাপ খেলায় অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী ও বিজীতরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মীর মাহফুজুল হক বলেন, যেসকল খেলোয়ার আজকের এই খেলায় বিজয়ী হয়েছে তারা জাতীয় পর্যায়ে খেলায় অংশ গ্রহণ করবে এবং বিজয়ী হয়ে তারা জেলার মুখ উজ্জ্বল করবে এবং সুনাম বয়ে আনবে। তারা এই খেলার মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের একটি ধাপ অতিক্রম করল। খেলাধুলা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই তাদেরকে বেশি বেশি করে খেলা ধুলায় অংশগ্রহনের জন্য বলব।