আজ ১৩ ডিসেম্বর আক্কেলপুর হানাদার মুক্ত দিবস
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
১৯৭১ সালের আজকের এই দিনে জয়পুরহাট আক্কেলপুরের বীর সৈনিক সোনার বাংলার সূর্য সন্তানদের কাছে পাক হানাদার বাহিনীরা পরাজয়বরণ করলে। বাংলার বীর মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলার লাল সবুজের জাতীয় পতাকা উত্তোলন করে আক্কেলপুর কে পাক হানাদার মুক্ত ঘোষণা করে বাংলার বীর সন্তানরা।
আক্কেলপুর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আক্কেলপুরের বীর মু্ক্তিযোদ্ধা, সাদেকুর রহমান সাদেক"চ্যানেল ফোর টিভির" কাছে তুলে ধরেন সেই ১৯৭১ সালের ভয়াবহ দিনগুলির কথা। বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক কান্না ভরা কন্ঠে বলেন, নওগাঁয় অবস্থানরত পাক বাহিনীরা ১৯৭১ সালের ২৬ শে এপ্রিল সান্তাহার থেকে ট্রেনযোগে আক্কেলপুর এর ভদ্রোকালি গ্রামে সর্বপ্রথম প্রবেশ করে হত্যা,ধর্ষণ, ঘর বাড়িতে আগুন লাগিয়ে তান্ডব চালাই পাক বাহিনীরা।
এরপর তারা অস্থায়ী ক্যাম্প করে আক্কেলপুরের দূর্গাবাবু আগরওয়ালার বাড়ি দখল করে উক্ত অস্থায়ী ক্যাম্প থেকে পাক বাহিনীরা চালিয়ে যায় আক্কেলপুর সহ পার্শ্ববর্তী এলাকাজুড়ে বাঙালি জাতিদের উপর অনৈতিক অত্যাচার। জবাবে বীর মুক্তিযোদ্ধা সাদেক আরো বলেন, স্বাধীনতার মূল প্রতীক মহানায়ক, স্বাধীনতার ঘোষক, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দেয়া বাঙালি জাতিকে সর্বক্ষণ সাহস যোগীয়ে সাহসী নেতৃত্বের কারণে সারা দেশের মত আমরাও অকুতোভয় উপেক্ষা করে সকল মুক্তিযোদ্ধারা চারিদিক থেকে প্রতিরোধ গড়ে তুলি। আমাদের নির্ভয়ী মুক্তিবাহিনীর গেরিলা যুদ্ধ চালালে পাক বাহিনীদের গুলিতে আমাদের ২২ জন মুক্তিযোদ্ধা শহীদও হোন পরে তারা টিকতে না পেরে আজকের এইদিনে আক্কেলপুর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপর আমরা সকল মুক্তিযোদ্ধারা সকাল ৮ টায় পাক সেনাদের অস্থায়ী ক্যাম্প দুর্গাবাবু আগরওয়ালার বাড়ি দখল নিয়ে বিজয়ের পতাকা উড়িয়ে আক্কেলপুর কে পাক হানাদার মুক্ত ঘোষণা করি বলে মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক বলেন।
যে মুক্ত দিবস উপলক্ষে আক্কেলপুরের সকল বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে প্রতি বছরই ১৩ ডিসেম্বর আক্কেলপুর বাসী নানা অনুষ্ঠান পালন করে থাকে।