গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ উপজেলা পরিষদ-সংলগ্ন জয়বাংলা পুকুরপাড়ে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, গোপালগঞ্জ জেলা প্রেসক্লাব, জেলা উদীচী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় জেলা প্রশাসক মোহম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার মোঃ নাসিরউদ্দিন, পুলিশ মোহম্মদ সাইদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, উপজেলা ভাইস-চেয়ারম্যান তাছবিরুল হুদা বাবু ও নিরুন্নাহার বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।