জয়পুরহাট জেলা প্রসাশনের উদ্যোগে বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস। ১৬ ডিসেম্বর মহান বিজয়ের মাসে স্বাধীন বাংলার বাঙালী জাতি, মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সহিত শরণ করে বিজয় দিবস পালন করে থাকে। মহান বিজয় দিবস ও আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে জয়পুরহাট জেলা প্রসাশনের উদ্যোগে জয়পুরহাটের ঐতিহাসিক বধ্যভূমি পাগলা দেওয়ানে সকাল ১০ টায় পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে বধ্যভূমি পাগলা দেওয়ান স্থানে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শরণ করে মহান বিজয় দিবস পালনের লক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা প্রশাসক, মোকাম্মেল হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সামছুল আলম দুদু, জয়পুরহাট জেলা পুলিশ সুপার, রশিদুল হাসান, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব এসএম সোলায়মান আলী, জেলা সিভিল সার্জন আহসান হাবীব তালুকদার, জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজনরা। উক্ত সভায় সকল বক্তারা সরকারের প্রতি অবিলম্বে সকল দেশ বিরোধী যুদ্ধপরাধীদের দূত বিচার করে ফাঁসির দাবী জানিয়ে আলোচনা সভার সমাপ্ত ঘোষণা করেন সভার সভাপতি।