রোহিঙ্গাদের অধিকারের বিষয়ে ইপির একটি রেজ্যুলেশন গৃহীত
রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সামরিক বাহিনীর অবিলম্বে নির্যাতন বন্ধ এবং রোহিঙ্গাদের নাগরিক অধিকার দেয়ার আহ্বান জানিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে (ইপি) একটি রেজ্যুলেশন গৃহীত হয়েছে।
বৃহস্পতিবার পাস হওয়া এ রেজ্যুলেশনে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা রোহিঙ্গা নির্যাতন বন্ধ ছাড়াও অবাধ মানবাধিকার সহায়তার নিশ্চয়তা এবং ইইউভুক্ত দেশগুলোকে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার সুপারিশ করেছে।
সেইসঙ্গে সদস্য রাষ্ট্রগুলিকে আহ্বান জানানো হয়েছে মিয়ানমারের সামরিক ও নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য মনবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের বিরুদ্ধে টার্গেটেড শাস্তিমূলক অবরোধ আরোপ করার।