বিজয় দিবসে বেনাপোলে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধশেষে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণটি যশোরের বেনাপোলে লাল-সবুজের পতাকার সঙ্গে বেলুন উড়িয়ে স্মরণ করা হয়েছে। স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় বেনাপোলে বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা। শীতের তীব্রতা উপেক্ষা করে দিনটির প্রথম প্রহরে মানুষের ঢল নামে কাগজপুকুর মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে। কারও হাতে ব্যানার, কারও হাতে প্ল্যাকার্ড, কেউ নিয়েছেন পুষ্পস্তবক, কারও বুকের কাছে ধরে রাখা একটিমাত্র গোলাপ, আবার কেউ কেউ হাতে নিয়েছেন স্বাধীন বাংলার লাল-সবুজ পতাকা। সবাই মিলেছে এক বিজয় উল্লাসে। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের স্রোতে ছিল বিজয়ের আনন্দ আর শহীদদের প্রতি ভালোবাসা। শুরুতে ৩১ বার তোপধ্বনি দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। পরে সকাল সাড়ে ৬টায় স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর উপজেলা প্রশাসন, স্থানীয় মুক্তিযোদ্ধারা,বেনাপোল পোর্ট থানা, শার্শা থানা প্রেসক্লাব বেনাপোল, বেনাপোল পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। এরআগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বেনাপোলে সব সরকারি বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যক্তি মালিকানাধীন গুরুত্বপূর্ণ ভবনগুলো জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া গত কয়েকদিন ধরেই বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে নগরের বিভিন্ন সড়কে রাজনৈতিক নেতারা তেরণ ও ব্যানার টানিয়ে রেখেছে।