আলোচনার আগে পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে উ.কোরিয়াকে
আলোচনার টেবিলে আসার আগে উত্তর কোরিয়াকে তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
যেকোনো আলোচনার আগে পিয়ংইয়ং এর অস্ত্র পরীক্ষার একটি স্থায়ী অবসান হওয়া উচিত বলেও মনে করেন তিনি।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এসব কথা বলে টিলারসন।
এ সময় তিনি উত্তর কোরিয়ার ওপর আরো বেশি চাপ প্রয়োগে রাশিয়া ও চীনের প্রতি আহ্বান জানান।
যদিও উভয় দেশই তা প্রত্যাখ্যান করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এর আগে গত মঙ্গলবার বলেছিলেন, পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রিকরণ আলোচনা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
তবে পরমাণু অস্ত্র সজ্জিত উত্তর কোরিয়াকে কোনোভাবেই মেনে নিতে পারে না যুক্তরাষ্ট্র।