দিনাজপুরের নবাবগঞ্জে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন, ওরা বোঝেনা বিজয় দিবসের মানে !
জুলহাজুল কবীর নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
লাখো শহীদের আত্নত্যাগের প্রতি সম্মান জানিয়ে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার প্রত্যন্ত পল্লী জনপদ থেকে শুরু করে প্রায় সকল স্থানে হাজার লক্ষ বেদনা আর অশ্রু সিক্ত শ্রোদ্ধধায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের বণার্ঢ্য আয়োজনে বিজয়ের তাৎপর্য তুলে ধরা হয় বিভিন্ন আলোচনায়। নবাবগঞ্জের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সার্বিক ত্তত্বাবধানে পরিচালিত বিজয় দিবসে ১৯৭১ সালের মুক্তি যুদ্ধ ভিত্তিক ভিডিও প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তি যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা হয়। এদিকে নবাবগঞ্জের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবসের গুরুত্ব বোঝানো হয়নি শিক্ষার্থীদের। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলানো দেখা গেছে।
নবাবগঞ্জের দাউদপুর বহু মূখী উচ্চ বিদ্যালয়ে পালন হয়নি বিজয় দিবস। শিক্ষার্থীরা বিজয়ের আনন্দ বঞ্চিত হয়ে ম্লান মুখে বাড়ী ফিরেছে। খোঁজ নিয়ে যানা যায় প্রধান শিক্ষক বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত থাকায় পালন হলো না এবারের বিজয় দিবস। বিদ্যালয়ের সভাপতি জানান শিক্ষার্থীদের সকাল ১০ টায় আসতে বলা হয়েছে। অপর দিকে উপজেলার দাউদপুর এলাকায় বিজয় রজনীতে বিজয় সঙ্গীতের পরিবর্তে উচ্চ ভলিউমে তামিল গানের উচ্চ শব্দে ঘুম ভেঙ্গে যায় অনেকের। এবার দাউদপুর ডিগ্রী মহাবিদ্যালেও পালন করা হয়নি বিজয় দিবস। প্রত্যন্ত পল্লী জনপদে যারা লেখা পড়া বঞ্চিত তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলে জাকজমক ভাবে বিজয় দিবস পালন করছে। বিজয় দিবস উপলক্ষে তারা আয়োজন করছে বিভিন্ন প্রকার খেলা ধুলার আর তাতে বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কার। গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় চলছে বিজয়ের আমেজ, চলবে মাস ব্যপী।