হাতীবান্ধায় বিলুপ্ত ছিটমহলে বিজয় দিবস পালিত
শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট করেসপন্ডেন্ট,
আজ ১৬ ডিসেম্বর। লাল-সবুজের পতাকা আর ফুল হাতে জনস্রোতো ভাবে ছুটছে মানুষ ও দেশজুরে উড়ছে লাখো শহীদের রক্তে অর্জিত লাল-সবুজের পতাকা।সারা দেশের মত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিলুপ্ত ছিটমহলে বিজয় দিবস পালিত হয়েছে।
আজ শনিবার বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী হাতীবান্ধা উপজেলার আজিমপুর উত্তর গোতামারী মইনুল হক মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গোতামারী বিলুপ্ত ছিটমহলে অন্যতম নেতা আজিজুল ইসলাম, মইনুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুল ইসলাম, গোতামারী ইউপির মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, মুক্তিযোদ্ধা আবু তাহের ও নূর আলী।
সূত্রমতে, ৬৮ বছর পর ২০১৫ সালের ০১ আগষ্ট রাত ১২:০১ মিনিটে দুই দেশ ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় একে অন্যের অভ্যন্তরে থাকা নিজেদের ছিটমহলগুলো পরস্পরের সাথে বিনিময় করে।যার মধ্যে ১১১টি বাংলাদেশের এবং বাকী ৫১টি ভারতের ভূখণ্ডের সাথে যুক্ত হয়।