টেশনাফে ৩ কোটি টাকা ইয়াবা সহ ২ রমণী কে আটক করেছে র্যাব
কক্সবাজার ( টেকনাফ)প্রতিনিধি:
কক্সবাজার জেলার টেকনাফ নীলা এলাকার পর্ব সিকদার পাড়া এলাকায় দীর্ঘদিন যাবত নিজ বসত ঘরে মাদক, ইয়াবা ট্যাবলেট মজুদ করে ক্রয়-বিক্রয় করে আসছে । উক্ত গোপন সংবাদের মাধ্যমে র্যাব-৭ চট্টগ্রাম ১৪ ডিসেম্বর ৭টার সময় মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে ১। সাবিনা ইয়াসমিন (২৫), স্বামী- সাইফুল ইসলাম, গ্রাম- নীলা পূর্ব সিকদারপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার এবং ২। জিনাত আরা জিনু (২২), স্বামী- মোঃ ইউসুফ, গ্রাম- নীলা পূর্ব সিকদার পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের বসত ঘর তল্লাশী করে ৬০হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারা মোতাবেক টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রস্ততি চলছে বলে প্রাথমিক ভাবে বৃহস্পতিবার রাতে র্যাবের মিডিয়া অফিসার মিমতানুর রহমান সংবাদ মাধ্যম কে জানান।