বর্তমান শিক্ষা ব্যবস্থা বেকার তৈরির কারখানা: মোস্তাফা জব্বার
বর্তমান শিক্ষা ব্যবস্থাকে বেকার তৈরির কারখানার সঙ্গে তুলনা করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
শুক্রবার সকালে রাজধানীতে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের রজত জয়ন্তী উৎসবের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে, দক্ষ মানব সম্পদ তৈরির তাগিদ দেন তিনি। এর পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহে পর্যটন শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারও আশ্বাস দেন মন্ত্রী।
এর আগে রজত জয়ন্তী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যা লীর আয়োজন করা হয়। এর পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহের অধিবাসীদের নিয়ে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়।