কাতারে বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এনামুল হোসেন দোহা,কাতার। বাঙ্গালীর সোনালী অর্জন বাংলাদেশ ছাত্রলীগ।পৃথিবীর যে কোন দেশে গণতান্ত্রিক স্বাধীনতা সংগ্রামের ইতিহাস খুজলে দেখা যাবে সময়ের প্রয়োজনে জন্ম নিয়েছে অনেক সংগঠন।অতঃপর এগিয়ে নিয়ে গিয়েছে সংগঠনকে। ১৯৪৮ সালে জতির জনক বঙ্গবন্দুর হাতে সময়ের প্রয়োজনেই জন্ম নেয় বাংলাদেশ ছাত্রলীগ।
ছত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাতারে ছাত্রলীগ নেতাকর্মীদের আয়োজনে কাতারের স্থানীয় একটি হেটেলে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে সাবেক ছাত্রলীগ নেতা ফরিদুল আলম এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা রহিম পারবেজের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ বিমান কান্ট্রি ম্যানেজার রেজাউল আহসান। সভায়
বক্তব্য রাখেন অধ্যাপক তপন মহাজন, কাতার যুবলীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল জলিল, আরিফ, জুয়েল, রায়হান সহ আরও অনেকে।