ওএএস-এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জিয়াউদ্দিন
যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ওয়াশিংটনে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস- ওএএসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- বৃহস্পতিবার ওএএস সদরদপ্তরে সংগঠনের মহাসচিবের কাছে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন তার নিয়োগপত্র পেশ করেন।
সংগঠনটির স্থায়ী পর্যবেক্ষক হওয়ায় বাংলাদেশের কূটনৈতিক কর্মকাণ্ডের পরিসর আরো বাড়ানোর সুযোগ তৈরী হয়েছে বলে ওএএস মহাসচিবকে এসময় বলেন রাষ্ট্রদূত।
বাংলাদেশ ২০১৬ সালের ১ ডিসেম্বর বিশ্বের সবচেয়ে পুরনো এই বহুপক্ষীয় আঞ্চলিক সংগঠনের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা পায়। আর জিয়াউদ্দিন হলেন ওএএসে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি।