জয়পুরহাট হানাইল নো‘মানীয়া কামিল মাদ্রাসার ১ শত বছর পূর্তিতে আনন্দ উৎসব ও সমাবেশে
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী হানাইল নো‘মানীয়া কামিল মাদ্রাসার একশ বছর পূর্তিতে আনন্দ উৎসব উদযাপন শেষে জয়পুরহাট জেলা প্রশাসক, হানাইল নো'মানিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মোকাম্মেল হকের সভাপতিত্বে, এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সচিব আলমগীর হোসেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন মাদ্রাসার শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জন, সেই সাথে মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন-হাদিসের জ্ঞান অর্জন করে সঠিক ব্যাখ্যা সমাজে বাস্তবায়ন করতে হবে এবং আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ.কে.এম.মোঃ ছায়েফ উল্ল্যা, জয়পুরহাট জেলার পুলিশ সুপার, রশীদুল হাসান, মাদ্রাসার পরিচালনা পরিষদের সহ-সভাপতি, আনোয়ারুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা, ইব্রাহিম খলিলুল্লাাহ, প্রাক্তন শিক্ষার্থী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রফেসর ডঃ আবুল খায়েরওয়লী উল্লাহ, আরবি বিভাগের অধ্যাপক ডঃ কামরুল হাসান, হাকিমপুর উপজেলার পাউসগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা,মোঃ মামনুর রশিদ, হানাইল মাদ্রাসার উপাধ্যক্ষ, মোঃ রেজাউল কাদীর, তাফছীর বিভাগীয় শিক্ষার্থী, ইমরান হোসেন প্রমুখ।
জয়পুরহাট জেলার একশ বছরের পুরাতন নো'মানিয়া হানাইল মাদ্রাসার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনে শত বৎসর পূর্তি উদযাপন ও সমাবেশে দুই হাজারের অধীক শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়ে উঠে শিক্ষা প্রাক্তন। এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগি সহ বিশিষ্টি ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণের মধ্য দিয়ে একশত বছর পূর্তি ও সমাবেশ সফল হয়।