গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানেঃ ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০১
কে এম রুবেল চট্টগ্রাম ব্যুরো: বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, সালেহ আহমদ চৌধুরী সড়কস্থ রাজধানী ভবন এর ৫ম তলার ৫০১ নং ফ্ল্যাটে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীঃ ১) মোঃ হাসান(৩০), পিতা-মৃত মোঃ মাহামুদুল হক, মাতা-ছবুরা খাতুন, সাং-শিকলবাহা, হাঁড়ী মাঝির বাড়ী, ৮নং ওয়ার্ড, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-রাজধানী ভবন , ৫ম তলা, ৫০১ নং ফ্ল্যাট, ভাড়াটিয়া জামালের সাবলেট, মোহাম্মদ পুর, সালেহ আহমদ চৌধুরী সড়ক, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম। ০৩ জানুয়ারি ২০১৮ ইং তারিখ রাত ১০.১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আজাহারুল ইসলাম, এসআই(নিঃ)/রূপন কুমার দে, এএসআই(নিঃ)/জুয়েল রানা, এসআই(নিঃ)/মোঃ হুমায়ুন কবির ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, সালেহ আহমদ চৌধুরী সড়কস্থ রাজধানী ভবন এর ৫ম তলার ৫০১ নং ফ্ল্যাটে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ আসামীকে গ্রেফতার করা হয়।আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাহার (মোঃ হাসান) আপন ভাই মোঃ ইউসুফ ও জনৈক জামাল উদ্দিন খোকা (৩৫),পিতা-মৃত আলী আহমদ, সাং-বালুখালী, পোঃ-মির্জাপুর, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম সহ পরস্পর যোগসাজসে টেকনাফ থানা এলাকা দিয়া বার্মা হইতে অবৈধ পথে ইয়াবা ট্যাবলেট আনয়ন করিয়া ঘটনাস্থল কক্ষের ভাড়াটিয়া মোঃ কামাল উদ্দিন এর ভাড়া বাসায় জামাল উদ্দিন খোকা(মূল ভাড়াটিয়া কামাল এর ছোট ভাই), পিতা-মৃত আলী আহমদ, সাং-বালুখালী, পোঃ-মির্জাপুর, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম এর সহিত সাবলেট থাকিয়া বর্ণিত বাসায় মজুদ করতঃ শহরের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রয় করিয়া আসিতেছিল।গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।