কক্সবাজার গভীর সমুদ্রে র্যাবের অভিযান: আটক- ৮
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি, কক্সবাজার র্যাব-৭ এর একটি দল বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৫ লাখ ইয়াবা বড়ি, ফিশিং ট্রলারসহ জেলে ছদ্মবেশী ৮ পাচারকারীকে আটক করেছে। শুক্রবার ৫ জানুয়ারী সকালে বড় ধরনের ইয়াবার চালান পাচারের সংবাদ পেয়ে র্যাব-৭-এর অধিনায়ক লেঃ কর্ণেল মিফতাহ উদ্দিন আহম্মদের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কক্সবাজারের সন্নিকটে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে আটকের পর ট্রলারটি তল্লাশী করে মাছ রাখার প্রকোষ্ঠের ভিতর অভিনব কায়দায় লুকানো বিরাট ইয়াবার চালানসহ চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার গহিরাস্থ সরেঙ্গ গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র মোঃ কালু মাঝি (৪৫), কক্সবাজার খুরুস্কুলের মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ রফিক (৫২), গহিরার মৃত ছালেহ আহমদের পুত্র মোঃ রফিক (৪৫), দক্ষিণ সরেঙ্গার মৃত কবির আহমদের পুত্র মোঃ হাসান (৩০), গহিরার মফজল আহমদের পুত্র হাসমত আলী (৩৫), মৃত সোলেমানের পুত্র নুরুল আলম (৩৭), গহিরার মৃত ইউছুপ আলীর পুত্র মোঃ নাসির (৪৫) ও মৃত আব্দুল মান্নানের পুত্র মজিবুল ইসলাম (৪০) কে আটক করে। পরবর্তীতে গণনা করে ২০ কোটি টাকা মূল্যমানের ৫ লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় এই ইয়াবা চালানের মালিক চট্টগ্রামের পটিয়ার মুরালী গ্রামের ইউছুপ আলী। তারা দীর্ঘদিন ধরে মাছ ধরার আড়ালে বেশ কয়েকটি ইয়াবার চালান খালাস করেছে। এই মাদক চালানে সংশ্লিষ্ট আসামীদের উদ্ধারকৃত ইয়াবা বড়িসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তর করা হয়েছে।
০৫ জানুয়ারী ১৮