ঝিকরগাছায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পালসার বাবু নিহত
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পালসার বাবু (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় র্যাবের দুই কনস্টেবল আহত হন।
শনিবার ভোরে কাশীপুর নহাটি রিফিউজি পাড়ায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন ও দেশী অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানাই যশোর-৬ ক্যাম্পের কমান্ডার মেজর জিয়া।
নিহত পালসার বাবু ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামের খোকন হোসেনের ছেলে।
যশোর-৬ ক্যাম্পের কমান্ডার মেজর জিয়া বলেন, “গোপন সূত্রে খবর আসে উপজেলার কাশীপুর নহাটি রিফিউজি পাড়ার একটি বাড়িতে একদল অস্ত্রধারী গোপন বৈঠক করছে। র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। সেসময় সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে গুলি ছুড়তে শুরু করে।”
“এতে র্যাব সদস্য কনস্টেবল হাসান ও কনস্টেবল মাহবুব আহত হন। পরে র্যাব সদস্যরা পাল্টা গুলি করলে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয় ও বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পালসার বাবুর মরদেহ উদ্ধার করা হয়।”
“ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আহত ২ র্যাব সদস্যকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে” বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান, র্যাবের খবর পেয়ে পালসার বাবুর লাশ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে।
“নিহত বাবু ওরফে ‘পালসার বাবু’ আওয়ামী লীগকর্মী আব্বাস আলী হত্যা মামলার এক নম্বর আসামি। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”